প্রচারণায় উপচেপড়া ভিড়, ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন: খন্দকার মুক্তাদির
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর আখালিয়া ঘাট থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে তপোবন ও সুরমা আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরাসহ বিভিন্ন এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান।
অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকায় সিলেটের অনেক এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাসহ সঠিক পরিকল্পনা মাধ্যমে কাজ করলে জেলায় অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। সিলেটের প্রতিটি কৃষিজমি থেকে অধিক উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছালেও কৃষি উৎপাদন বৃদ্ধির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়নি। তবে এই অগ্রগতির ধারায় সিলেট পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘাটতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে কাজ করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি মাহবুব কাদির শাহি ও আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীব ও শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে রবিবার সকাল ১০টায় শহরতলীর সোনাতলায় সদর উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর যুবদলের সভাপতি আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে শনিবার রাত সাড়ে ১০টায় মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ। সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদুর রহমান মিলু, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ নেতৃবৃন্দ।
এর আগে রাত সাড়ে ৯টায় খাদিমপাড়ার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক জনসভায় রূপ নেয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং যুবদল নেতা সালেহ আহমদ ও তারেক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বদরুজ্জামান সেলিম ও মাজহারুল ইসলাম ডালিমসহ অন্যান্য নেতারা।



