ভারতে রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতককে সারারাত ধরে পাহারা দিয়েছে একদল কুকুর
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
মানবিকতার এক বিস্ময়কর দৃষ্টান্ত তৈরি করলো পথে থাকা একদল কুকুর। রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতককে সারারাত ধরে পাহারা দিয়েছে একদল কুকুর। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে ঘটেছে এই হৃদয়স্পর্শী ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, একটি রেলকর্মী কলোনির শৌচাগারের বাইরে মাত্র কয়েক ঘণ্টা বয়সী এক নবজাতককে কে বা কারা ফেলে যায়। শিশুটির শরীরে তখনও জন্মকালীন রক্ত লেগে ছিল। সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়ে থাকা নবজাতকটি রাতভর খোলা আকাশের নিচেই ছিল।
তবে শিশুটি একা ছিল না, তার চারপাশে ঘিরে অবস্থান নেয় কয়েকটি পথকুকুর। সারারাত সতর্ক প্রহরীর মতো তারা পাহারা দেয়। কাউকে শিশুটির কাছে আসতে দেয়নি, আবার নিজেরাও কোনো ক্ষতি করেনি। যেন তারা বুঝে গিয়েছিল। এই ছোট্ট প্রাণটির বেঁচে থাকার লড়াই চলছে।
ভোরে প্রথম শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল। তিনি জানান, কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না। মানুষের উপস্থিতি টের পেয়ে তারা ধীরে ধীরে সরে যায়। এরপর নিজের ওড়না দিয়ে শিশুটিকে মুছে পরিষ্কার করেন শুক্লা মণ্ডল। প্রতিবেশীদের সহায়তায় নবজাতকটিকে দ্রুত মহেশগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে শিশুটিকে পাঠানো হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে গুরুতর কোনো আঘাত নেই। ধারণা করা হচ্ছে, জন্মের অল্প সময়ের মধ্যেই নবজাতকটিকে সেখানে ফেলে যাওয়া হয়েছিল।
পথের কুকুরদের নিয়ে সমাজে নানা অভিযোগ থাকলেও এই ঘটনা নতুন করে মানবিকতার সংজ্ঞা সামনে এনেছে। যেখানে মানুষই একটি শিশুকে ফেলে যেতে পারে, সেখানে নীরব প্রাণীরা দেখিয়ে দিলো—মানবিকতা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।



