সিলেটপোস্ট রিপোর্ট : কর্ণফুলী থানা আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর মেম্বারকে বুধবার চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার শিলবাহা ইউনিয়নে নির্মাণাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রে পাথর সরবরাহকে কেন্দ্র করে পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী ওরফে নবাবকে মারধর করার কারণে এমপির নির্দেশে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেফতার করে। দুপুরে পটিয়া সদরের দেওয়ানি আদালত এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে কর্ণফুলী তৃতীয় শাহ আমানত সেতুর মইজ্যারটেক এলাকায় জাহাঙ্গীরের পক্ষে আওয়ামী লীগ নেতারা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে সব প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং ৭-৮টি গাড়ি ভাংচুর হয়।
আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করায় পটিয়ায় তুলকালাম
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৪, ২০১৫ | ১:১০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »