সেলফিতে সোনমের কান যাত্রা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫, ৬:৩৭ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক ॥ ১৩ মে বুধবার পর্দা উঠলো বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এই উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সের দক্ষিণের শহর কানে এর মধ্যে এসে গেছেন বিশ্বের বাঘা বাঘা নির্মাতা, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্র সম্পর্কিত মানুষেরা।
পাশের দেশ ভারত থেকে সেই মর্যাদাপূর্ণ উৎসবে এবার যোগ দিচ্ছেন জনপ্রিয় ক’জন অভিনেত্রী।বিভিন্ন ব্র্যাশন্ডের অ্যাম্বাসেডর হয়ে তারা আলোকিত করতে ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন কানে।উৎসবের প্রথম দিনেই লাল গলিচায় প্রথমবারের মতো হেঁটেছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং মল্লিকা শেরওয়াত। আর কানের উদ্দেশ্যে ১৪ মে সন্ধ্যায় ভারত ছাড়লেন অভিনেত্রী সোনম কাপুর।
কানে পৌঁছে আজ ভোর রাতেই তিনি সে কথা জানিয়েও দিয়েছেন। শুধু তাই না, একের পর এক ইনস্টাগ্রামে সেলফি দিয়ে ভালোই উদযাপন করছেন সোনম!