পাকিস্তান সফর বাতিল করেনি জিম্বাবুয়ে

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫, ৩:৫৬ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট ॥ জিম্বাবুয়ে ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে ধোয়াশা কম হয়নি। করাচিতে বাসের ভেতর বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির ঘটনার পর বলা হয়েছিল, জিম্বাবুয়ে তাদের ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাচ্ছে না। যদিও খেলা হবে লাহোরে। ওই হামলার পরের দিন বলা হয়, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সফ
র বাতিল করেছে। এর কিছুক্ষণ পর জিম্বাবুয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সফর বাতিল হয়নি। জিম্বাবুয়ে দলের নির্ধারিত সফর নিয়ে অনেক জলঘোলা করার পর শুক্রবার আফ্রিকার দেশটি জানায়, সফর যথারীতি হবে। এদিন লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ঘোষণা করেন, জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান উইলসন মানাসে তিনবার টেলিফোনে আমাকে জানিয়েছেন, নির্ধারিত সময়েই পাকিস্তান সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিনটি ওয়ানডে এবং একটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে ২২ মে জিম্বাবুয়ে দলের লাহোরে পৌঁছার কথা। এর মধ্যদিয়ে দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ওয়েবসাইট।