সিলেটপোস্ট রিপোর্ট ॥ দৃষ্টিহীন মানুষদের কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে মাইক্রোসফট উইনডোজ, যার পেছনে আছে আমেরিকা প্রবাসী এক বঙ্গসন্তান৷ সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া নিবাসী শুভম ব্যানার্জি৷ বয়স মাত্র ১৩, পড়ে ওদেশের এইটথ্ গ্রেডে৷ নিউ ইয়র্কে মাইক্রোসফট আয়োজিত এক প্রযুক্তি মেলায় শুভমের তৈরি, বহনযোগ্য এক ব্রেইল প্রিন্টার নজর কাড়ে বিল গেটসের সংস্হার বিশেষজ্ঞদের৷ ওঁরা বুঝতে পারেন, এই প্রিন্টারের সফটওয়্যার উইনডোজের সঙ্গে জুড়ে দিতে পারলে, যে-সব দৃষ্টিহীন মানুষ উইনডোজের সাহায্যে কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের সামনে পড়াশোনার এক নতুন ভুবন খুলে যাবে৷ বিশেষত ইন্টারনেটে সঞ্চিত তথ্য সেভ করে ব্রেল হরফে প্রিন্ট নেওয়াটা অনেক সহজ হবে৷ দৃষ্টিহীনদের স্কুলে, বা যে-সব প্রতিষ্ঠানে দৃষ্টিহীনরা কাজের সুযোগ পান, তাঁরা এর ফলে উপকৃত হবেন৷ এ ছাড়া লাইব্রেরিতে, ব্যাঙ্কে, অথবা সরকারি দপ্তরে দৃষ্টিহীন নাগরিকদের নানা ধরনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই প্রিন্টার৷ আরও একটা ছোটখাটো বিপ্লব করতে চলেছে শুভম৷ ওর লক্ষ্য, এই ব্রেল প্রিন্টারের দাম ৫০০ ডলারের নিচে রাখা৷ বস্তুত এই বহনযোগ্য প্রিন্টার তৈরির ভাবনাটা শুভমের মাথাতেই এসেছিল চলতি ব্রেইল প্রিন্টারের অসম্ভব দাম দেখে৷ প্রায় ২০০০ ডলার, মানে ভারতীয় টাকায় ১ লাখ ২৮ হাজার টাকা৷ সারা বিশ্বে বেশ কয়েক লাখ দৃষ্টিহীন মানুষ, যাঁদের ৯০ শতাংশই বাস করেন উন্নয়নশীল দেশে৷ শুভমের মনে হয়েছিল, ওঁদের সবার মুখ চেয়ে একটা কিছু করা দরকার৷ মাত্র ১৩ বছর বয়স, এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি, কিন্তু তাতে কী! ইচ্ছের উড়ানের জন্যে আকাশ তো উন্মুক্ত৷ আমেরিকায় এখন তাই ধন্য ধন্য হচ্ছে এক বাঙালি কিশোরের নামে৷
মাইক্রোসফটকে তাক লাগিয়েছে শুভম
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ৪:১৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »