শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের (২০০২-২০০৩) ব্যাচের শিক্ষার্থী ব্লগার ও মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা।
‘সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাধারন সাস্টিয়ানবৃন্দ’ ব্যানারে আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী বিল্ডিং এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ ও পরিসংখ্যান বিভাগের সহযোগি অধ্যাপক মিরাজুল ইসলামসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা ‘অনন্ত হত্যার বিচার চাই’ ‘মুক্ত চিন্তার উপর আঘাত প্রতিহত কর’ ‘জনগনের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে’ ‘অনন্ত দা হত্যা কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে অনন্ত হত্যার প্রতিবাদ ও জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ মানববন্ধন আয়োজন করায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, যারা এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জনাই।এসময় তিনি ভবিষ্যতে যাতে মুক্ত চিন্তার উপর আঘাত না আসে সেজন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা নিশিÍতের আহ্বান জনান।
উল্লেখ্য, গত (১২মে) মঙ্গলবার সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় শাবির প্রাক্তন ছাত্র ও ব্লগার, মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাসকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।