সিলেটপোস্টরিপোর্ট:পর্যাপ্ত মজুদের কারণে আসন্ন রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, রমজানে ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। গত বারের চেয়েও বেশি পণ্য এবার মজুদ রয়েছে। রমজান মাসের জন্য আমাদের সকল ধরণের প্রস্তুতি রয়েছে। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে মন্ত্রী সফররত ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনকে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতিবেদন সঠিক নয়। তারা নেতিবাচক বিষয় ছাড়া আর কিছু খুঁজে পায় না।
রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না :বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৮, ২০১৫ | ৪:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »