মঠবাড়িয়ায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ৩জনকে কুপিয়ে যখম

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫, ৫:১৩ অপরাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট : মঠবাড়িয়া পৌর শহরে তুচ্ছ ঘটনার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ৩ যুবককে কুপিয়ে মারাত্মক যখম করেছে। আহতরা হলেন রাজিব শরীফ (২৭), রেন্টেকার চালক রুবেল (২০) ও টমটম চালক জহির শরীফ (২৫)।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেন্টেকার চালক রাজিব মটর সাইকেল চালানোর সময় একটি শিশুকে ধাক্কা দেয়।
এ ঘটনার জের ধরে যুবলীগ নেতা বাবু শরীফ ও তার সমর্থক এবং উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আরিফুর রহমান সিফাত সমর্থকদের মধ্যে দিন ভর উত্তেজনা বিরাজ করে। এক পর্যায় গতকাল সন্ধ্যায় সিফাতের সমর্থকরা অস্ত্র সহ বাবু শরীফ সহ তার লোকদের ধাওয়া করে এবং তিন জনকে কুপিয়ে যখম করে।
এ ঘটনায় পৌর শহরে টানটান উত্তেজনা বিরাজ করায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।