শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হচ্ছে দিনব্যাপাী প্রযেক্ট ফেয়ার । বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন কাইজেন সাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করছে। বৃহস্পতিবার (২১মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে সকাল ১০টায় প্রযেক্ট ফেয়ারের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এছাড়া দিনব্যাপী চলবে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী। এবারের প্রযেক্ট ফেয়ারের প্রতিপাদ্য বিষয় “জাতীয় সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহন”।
বিকাল ৫টায় সেরা প্রযেক্ট উপস্থাপনকারীদের পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোসণা করা হবে।