সিলেটপোস্টরিপোর্ট:রাজধানীর মালিবাগ এলাকায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া পানির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। বুধবার সকালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় কারখানার মালিক এস এ মালেক, তার ছোট ভাই এম এ রহিম ও কারখানার ম্যানেজারকে সরকারী কাজে বাধাদানের জন্য সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।র্যাব সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০ টার সময় মালিবাগ বিজ্ঞান কলেজের সামনে একটি ভুয়া কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিক অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পানি বোতলে ভরে বাজারজাত করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।এছাড়াও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে কারখানার মালিক এস এম মালেক ও তার ছোট ভাই এম এ রহিমকেও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও কারখানার ম্যানেজারকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে র্যাবের এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
ভুয়া পানির কারখানায় র্যাবের অভিযান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২১, ২০১৫ | ২:০০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »