নীলগাও এলাকায় মসজিদ, নদী, ফসলী জমি ও ঘরবাড়ী রক্ষার দাবীতে মাববন্ধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫, ৬:৩৫ অপরাহ্ণসিলেটপোষ্টরিপোর্ট:সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার নীলগাঁও এলাকায় একটি কুচক্রিমহল অনেক দিন যাবত গ্রামবাসীকে ধোকা দিয়ে অবৈধ্যভাবে ড্রেজার মেশিন দিয়ে ছেঙ্গেরখাল নদী থেকে বালু উত্তোলনের ফলে মসজিদ, নদী, ফসলী জমি ও ঘরবাড়ী ভেঙ্গে ক্ষতিগ্রহস্থ হচ্ছে এসব রক্ষার দাবীতে আজ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এলাকার সহজ সরল লোক। কিন্তু অনেক দিন যাবত আমাদেরই এলাকার আশপাশ থেকে অবৈধ্যভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয়। বিগত কয়েক দিন আগে আমরা এলাকাবাসী সদর উপজেলা নিবার্হী অফিসার এবং জেলা প্রশাসকের সরনাপন্ন হই। খোজ নিয়ে জানতে পারি যারা এই মেশিন দিয়ে বালু উত্তোলন করে তাদেরকে কোন প্রকার লিজ দেওয়া হয় নাই। তারা এলাকার মানুষেকে বোকা বানিয়ে এলাকার ক্ষতিগ্রহস্থ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানানো হয়। উক্ত মাববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আমির আলী, বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলী মাখই, এলাকার গণ্যমান্যবক্তি আব্দুল করিম পেটু, ওয়াছিব উল্লাহ, রহমত উল্লাহ মাতাই, আজমল আলী, নুর মিয়া, মনির মিয়া, ইউসুফ আলী, সফিক মিয়া, ছরকুম আলী, আব্দুর নুর মনাই, বিলাল মিয়া, আহমদ আলী, আলা উদ্দিন, হানিফ মিয়া, আমির উদ্দিন, আব্দুল করিম, সুরুজ আলী, আব্দুল লতিফ, ফয়জুর রহমান বছন, শাহিন আহমদ, নুরুল ইসলাম, ওলিউর রহমান তুতা প্রমুখ।