প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীর বিক্রম গাজীপুরের কাশিপুর কারগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। এ উপলক্ষে শমসের মবিন চৌধুরী মুক্তি পরিষদের উদ্যোগে শনিবার বাদ আছর হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে এক শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, নেজামে ইসলামী পার্টির সভাপতি এডভোকেট আবদুর রকিব, মহানগর বিএনপি নেতা মিফতা সিদ্দিকী, শমসের মুবিন চৌধুরী মুক্তি পরিষদের যুগ্ম-আহবায়ক ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা, নিজাম উদ্দিন জায়গীরদার, সৈয়দ রেজাউল করিম আলো, মামুনুর রহমান মামুন, ছালিক আহমদ, ফরিদ উদ্দিন, সাহেদ আহমদ, আবুল মনসুর চৌধুরী, কাজী ফারদুল ইসলাম ফুরাদ, আজাদ আহমদ, ফয়সল আহমদ, আজমল হোসেন খান, জাকির আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীর বিক্রম মুক্তি পাওয়ায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, জাসাস নেতা নায়াক হেলাল খান সহ কারাবন্দী, গুম হওয়া নেতকর্মীদের হেফাজত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রকিব উদ্দিন।