সিলেটপোস্টরিপোর্ট:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় এক মোটরসাইকেল আরোহীকে পিটিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। অভিযুক্ত ওই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার শিকার ওই শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী জানায়, কার্জন হলের সামনে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিলেন শিক্ষক মিজানুর রহমান। গাড়িটি শহীদুল্লাহ হলের সামনে এলে একটি মোটরসাইকেল তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় গাড়িচালক ধাক্কা দেয়ার কারণ জানতে চাইলে মোটরসাইকেল আরোহী চালককে মারধর করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষক গাড়ি থেকে নেমে গিয়ে নিজেকে ঢাবি শিক্ষক পরিচয় দিলেও ওই মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানের সঙ্গেও খারাপ আচরণ করে। চালককে মারধরের সময় তার (মিজানুর রহমানের) মাথায়ও আঘাত লাগে। এতে তার কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। পরবর্তীতে শহীদুল্লাহ হলের ছাত্ররা বের হয়ে এসে ওই মোটরসাইকেল আরোহীকে ধরে গণপিটুনি দেয় এবং তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় মোটরসাইক আরোহীকে গ্রেপ্তার করে নিয়ে থানায় যায়।এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর এম আমজাদ আলী বলেন, আমাদের এক শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করায় এক মোটরসাইকেল আরোহীকে শিক্ষার্থীরা ধরে পিটিয়েছে। পরে আমরা তাকে পুলিশে দিয়েছি।’ তার নাম কিংবা পরিচয় জানাতে পারেননি প্রক্টর।
শিক্ষককে লাঞ্ছনা : গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৫, ২০১৫ | ১:৩৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »