সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারীকে মারপিটের দায়ে ব্যবসায়ী সুধাংশু পাল (৫৩) ও তার কর্মচারী খুশ পালকে (২৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ মে) বেলা ১২টায় এ আদেশ দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্জন দাশ। সুধাংশু পাল শহরের জেল রোডের একটি চালের আড়তের মালিক। নির্বাহী ম্যজিস্ট্রেট অন্জন দাশ জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের চতুর্থ শ্রেণির এক কর্মচারী সরকারি কাজে জেলরোডে গেলে তাকে মারপিট করেন জেলরোডের ব্যবসায়ী সুধাংশু পাল ও তার কর্মচারী খুশ পাল। পরে পুলিশ সুধাংশু ও তার কর্মচারী খুশ পালকে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সরকারি কর্মচারীকে মারপিটের দায়ে ২ জনের কারাদণ্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৫, ২০১৫ | ২:০৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »