সুনামগঞ্জ তাহিরপুরে ঘূর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি-ক্ষতিগ্রস্থ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ১২:২৯ পূর্বাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:তাহিরপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে দুই শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার ৩টার দিকে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ের উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মনগাঁও, পুরানঘাট, হলহলিয়া চরগাঁও, ভিট পৈলনপুর সহ শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার এবং তার আশপাশের এলাকায় ২য় দফায় কমপক্ষে ১০টি গ্রামের মধ্যে ২ শতাধিকের উপরে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়।এর আগে রোববার দিনগত মধ্যরাতে ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। স্থানীয় উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন,তাঁর ইউনিয়নে রোববার রাতে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে প্রায় দুই শতাধিকের উপরে ঘর বাড়ি বিধস্থ হয়েছে। স্থানীয় হলহলিয়া গ্রামের গৃহহীন সুদাম উদ্দিনকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক বান ঢেউটিন প্রদান করা হয়। অন্যদের ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারী সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসেন বলেন- এলাকাবাসীর কাছ থেকে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে সরকারী ভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে।