সিলেটপোস্টরিপোর্ট:কিশোরগঞ্জ জেলার আমলীতলা এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ, কাঁচামাল এবং প্রসাধনী সামগ্রী জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিকসহ গ্রেফতারকৃত ২ জনকে ২ বছর করে জেল দেওয়া হয়েছে।মঙ্গলবার রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, তাদের ২ বছরের জেল, ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, কারখানার মালিক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে নকল ওষুধ ও বিভিন্ন কোম্পানির মূল্যবান প্রসাধনী তৈরি করে বাজারজাত করছিল।অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম।