সিলেটপোস্টরিপোর্ট:রাজশাহীর বাগমারা উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার বামনকয়া ও দেওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম (৩২) বামনকয়া গ্রামের টিভি ক্যাবল অপারেটর। তার বাবার নাম ইছহাক আলী। উপজেলার তেগাছী সেনোপাড়া গ্রামে তাদের বাড়ি।অপর নিহত যুবক আনোয়ার হোসেন (২৫) দেওলা গ্রামে তাদের বাড়ি। তার বাবার নাম শফির উদ্দীন বলে জানা গেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, শহীদুল পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ক্যাবল টিভির লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপরদিকে আনোয়ার দেউলা বাসস্ট্যান্ডের কাছে একটি তিনতলা বাড়ির ছাদে পানির ট্যাংকি পরিস্কারের কাজ করে বের হবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের বাড়ির ছাদে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে থানায় পৃথক দু’টি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি।
রাজশাহীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৮, ২০১৫ | ১২:৪৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »