সুনামগঞ্জ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫, ২:৫৬ অপরাহ্ণসিলেটপোষ্টরিপোর্ট: সুনামগঞ্জ নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, যৌন হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছে ছাত্র ইউনিয়ন। গত ১৮ মে থেকে সংগঠনটির উদ্যোগে সারাদেশে শুরু হয় দশলক্ষ গগণস্বাক্ষর সংগ্রহের এ কর্মসূচি। ২০ মে সুনামগঞ্জ শহীদ মিনার অভিযানে নামেন সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গ্রীষ্মকালীন ছুটির কারণে আপাতত বাজার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে এ অভিযান চালাচ্ছেন তারা। বিভিন্ন পয়েন্টে-পয়েন্টে, কোর্টে আইনজীবী সমিতিতে এ অভিযানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি মোঃ রইসুজ্জামান বলেন, নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে পদে পদে নির্যাতনের শিকার হতে হচ্ছে। নারী নির্যাতন, লাঞ্ছনা, যৌন হয়রানি বন্ধ করতে হবে। তিনি জানান, কর্মসূচি মূলত ১৫ দিনের। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান যেহেতু বন্ধ তাই কেন্দ্রীয়ভাবে কর্মসূচির সময় বাড়ানো হতে পারে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ধ্যায় নারীদেরকে যৌন হয়রানি ও কয়েকজনকে প্রায় বিবস্ত্রীকরণের ঘটনা ঘটে। এরপরপরই আরো কয়েক জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব বিষয় নিয়ে সারাদেশে তুমুল সমালোচনা ও প্রতিবাদ চলছে। প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে নারী অধিকার বিষয়ক সংগঠন ও সংস্থাগুলো।