সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

সিগারেট খেয়েছি ৯২টি

31সিলেট পোষ্ট রিপোর্ট:  পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র নির্মিত হওয়ার পেছনে থাকে নানা ঘটনা যা দর্শক পর্দায় দেখতে পায় না। এ গুলো পর্দার পেছনেই থেকে যায়। দৃশ্যের প্রয়োজনে একজন অভিনয়শিল্পীকে সাজতে হয় বিভিন্ন রূপে। একটি দৃশ্যের জন্য শিল্পীকে অসংখ্যবার দাঁড়াতে হয় ক্যামেরার সামনে।

 

অনেক সময় অভিনয়ের প্রয়োজনে শিল্পীদের এমন কাজ করেত হয় যা তারা আগে কখনো করেনি। তেমনি অভিনয়কে ফুটিয়ে তুলতে যে কোনো রকম কষ্ট করতে পারেন চিত্রনায়িকা পরীমনি। যদিও পরীরর কাছে এটা এখন নতুন কিছু নয়। সম্প্রতি একটি দৃশ্যের প্রয়োজনে চিত্রনায়িকা পরীমনিকে সিগারেট খেতে হয়েছে। তাও আবার একটি-দুটি নয় ৯২টি সিগারেট খাওয়ার পরে দৃশ্যটি ওকে করা হয়েছে।

 

এ প্রসঙ্গে পরীমনি  বলেন, ‘আমার প্রেম আমার প্রিয়া সিনেমায় একটা দৃশ্যের জন্য আমি ৯২টি সিগারেট খেয়েছি। সিগারেট টান দেয়ার সময় মাঝে মাঝে ধোঁয়া নাকে মুখে উঠে যেত। চোখ-মুখ লাল হয়ে যেত। তখন প্রচন্ড মাথা ঘুরতো।’

 

শামীমুল ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া সিনেমার একটি দৃশ্যের জন্য পরীমনিকে পুরুষ চরিত্রে দেখা যাবে।

 

সিনেমার গল্পে পরীমনি সিনেমার নায়ক আরজু কায়েসকে মারতে গুন্ডা ভাড়া করেন। কিন্তু যিনি গুন্ডা তার স্বভাব ভালো না। মেয়ে মানুষ দেখলে খারাপ ব্যবহার করে। তাই কৌশল অবলম্বন করে ছেলে সেজে গুন্ডার কাছে যান পরীমনি। গুন্ডার চরিত্রে অভিনয় করছেন ডন। মূলত পুরুষ চরিত্রটি ফুটিয়ে তুলতেই তাকে সিগারেট খেতে হয়েছে।

 

সিনেমাটির পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘৫ মে থেকে পূবাইলে দ্বিতীয় লটের শুটিং শুরু করেছি। এর আগে গাজীপুরে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে এর প্রথম লটের শুটিং করেছি। জুনের ৭ তারিখ থেকে সিনেমাটির তৃতীয় লটের শুটিং রাজশাহীতে শুরু করব। তবে সিনেমার গল্পে পুরুষ চরিত্রে পরীকে বেশ মানিয়েছে।’

 

এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন আরজু কায়েস। এ ছাড়া রয়েছেন মিশা সওদাগর, আলীরাজ ও রেবেকা প্রমুখ। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.