সিলেটপোস্টরিপোর্ট:রিকশা চালিয়েই জীবনের চাকা ঘুরাতেন তিনি। তিন চাকার এই যানেই বাঁধা ছিল তার জীবন। হঠাৎ করে থেমে যায় রিকশার গতি, সেই সাথে জীবনেরও। ঢলে পড়েন প্রতিদিনকার জীবন-জীবিকার সঙ্গী প্রিয় রিকশা থেকে। আজ বিকেলে সিলেট নগরীর নয়াসড়কে এভাবেই নিভে যায় রিকশা চালক এক বৃদ্ধের জীবনপ্রদীপ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সিলেট নগরীর নয়াসড়কে পোষাক বিপণী মাম্মীর সামনে এসে থামে একটি রিকশা (সিটি করপোরেশনের রেজিস্ট্রেশন নম্বর ১২৩৪২)। পঞ্চাশোর্ধ চালক রিকশা থামিয়ে হাপাতে থাকেন। এক সময় ঢলে পড়েন রিকশায়। এসময় ওই এলাকায় টহলরত পুলিশ দলের এএসআই শাহ আলম তাকে নিয়ে যান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বয়োবৃদ্ধ ওই রিকশা চালকের নাম ও পরিচয় জানা যায়নি। বর্তমানে বৃদ্ধের মরদেহ কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে হাসপাতালে রয়েছে।
নিভে গেল রিকশা চালক বৃদ্ধের জীবনপ্রদীপ।
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ৯:১০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »