সিলেটপোস্টরিপোর্ট:শ্রমিক কর্মচারীদের জন্য নিম্নতম ১০হাজার টাকা মজুরী, স্বল্প মূল্যে চাল, গম, লবন, ডাল, ভোজ্য তেল প্রতি সপ্তাহে সরবরাহ করা, সরকারি উদ্যোগে শ্রমিক কর্মচারীদের জন্য পর্যাপ্ত পরিমাণ বাসস্থান/ডরমেটরী ব্যবস্থা করা, জাতীয় স্বার্থে রাষ্ট্রয়ত্ত্ব পাটকলের কাঁচা পাট ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ করা সহ জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত ৭ দফা আগামী বাজেটে বাস্তবায়নের দাবীতে জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের অংশ হিসেবে গতকাল পহেলা জুন সোমবার বেলা ১২টায় জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির উদ্যোগে পৌর বিপনীস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসক এর মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকন্দার আলী, সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ফেডারেশনের সহ সভাপতি দিন বন্ধু পাল দিনু, অরুন কুমার রায়, সৈয়দ দারা মিয়া, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক মহিতোষ চৌধুরী প্রষাধ, প্রচার সম্পাদক আব্দুল মান্নান জীবন, জেলা নেতা ডাঃ রফিকুল ইসলাম রতন, মোঃ শাহ আলম, মাসুদ রানা বাবুল, মাসুদ রানা, শ্রীবাস মুন্ডা, অরুন দাস, দিপু দে, মোঃ শফিক, নারী মুক্তি সংসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক ছাহেদা আক্তার, প্রমুখ।
অর্থমন্ত্রী বরাবরে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির স্মারকলিপি পেশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৪:৩৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »