সিলেটপোস্টরিপোর্ট:মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।মঙ্গলবার সকালে শিবচর উপজেলার কুতুবপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। প্রতিপক্ষের গুলিতে নিহতরা হলেন; যুবলীগ নেতা আরশেদ মাদবর (৩৮) ও শাজাহান দরানী (৪২)। শিবচর থানার ওসি আব্দুর ছাত্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতদের শরীরে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। এই পর্যন্ত কাউকে আটক করা যায়নি।এলাকাবাসী ও পুলিশ জানান, শিবচর উপজেলার কুতুবপুরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক মাদবর ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। স্থানীয় ইদ্রিস হাওলাদারের বাড়িতে আতিক মাদবরের পক্ষের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে গত দু’দিন ধরেই চরম দ্বন্দ চলছিল। দু’পক্ষই লোকজন নিয়ে মুখোমুখি অবস্থান করছিল। মঙ্গলবার সকালে আতিক মাদবরের ভাই যুবলীগ নেতা আরশেদ মাদবর বাড়ির পাশের শাজাহান দরানীর দোকানে গেলে ইব্রাহিম শিকদারের লোকজন তাদের ঘেরাও করে। তারা প্রথমেই শাজাহান দরানীকে গুলি করে হত্যা করে। পরে আরশেদকে পাশে ক্ষেতে নিয়ে গুলি করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। এলাকার লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আ.লীগের দুই গ্রুপের গোলাগুলিতে যুবলীগ নেতাসহ নিহত ২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৫:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »