সিলেট পোষ্ট রিপোর্ট : চীনা গবেষকরা সম্প্রতি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সমৃদ্ধ এটিএম মেশিন উদ্ভাবন করেছেন বলে জানিয়েছেন। এ মেশিন কার্ডধারী ব্যক্তির মুখ স্ক্যান করে পরিচয় নিশ্চিত করে তবেই অর্থ প্রদান করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
চীনের শিংহুয়া ইউনিভার্সিটি ফেস রিকগনিশন প্রযুক্তির অটোমেটিক টেলার মেশিন বা এটিএম উন্নয়ন করে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রটেকশন ফার্ম টিজেকওয়ান টেকনোলজি সম্প্রতি এ প্রযুক্তির এটিএম মেশিন স্থাপনের ঘোষণা দিয়েছে। এ খরব জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
গবেষকরা জানিয়েছেন, নতুন প্রযুক্তির এটিএম মেশিনগুলো হবে অত্যন্ত নিরাপদ। কারণ এটি ব্যবহারকারীর মুখের ছবি তুলে পরিচয় নিশ্চিত হয়ে তারপর গ্রাহককে সেবা দেবে। এটি দ্রুত ব্যাংকনোট আদান-প্রদান করতে পারবে বলেও জানিয়েছেন তারা। এছাড়া এ মেশিনগুলোর উন্নত ধারণক্ষমতা বিলও কমিয়ে দেবে বলে জানা গেছে।
টিজেকওয়ান-এর চেয়ারম্যান গু জিকুন জানান, মেশিনগুলো শীঘ্রই বাজারে তাদের কার্যক্রম শুরু করবে। মেশিনগুলো কোন উপায়ে ফেসিয়াল রিকগনিশন করবে বা নিরাপত্তার জন্য তথ্য মিলিয়ে দেখবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।