সিলেটপোস্টরিপোর্ট:সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের জামিন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার এ মামলার জামিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন হবিগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালত।আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনের মামলায় গত ৪ জুন সকালে সিলেটের মেয়র ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের আইনজীবীদের স্বাক্ষরিত একটি জামিন আবেদন দেওয়া হয় হবিগঞ্জ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার তাদের জামিন নামঞ্জুর করা হয়।এর আগে ২০১৪ সালে কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মেয়র আরিফ ও গউছ কারাগারে আটক রয়েছেন। হত্যা মামলাটি বিচারের জন্য সিলেট দ্রæত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলেও আদালত সূত্র জানায়।
.