শ্রী শ্রী বৈষ্ণব রায়ের সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ সাধারণ সভা আগামী শুক্রবার
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৫, ৬:৩৭ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:বিশ্বনাথে শ্রী শ্রী বৈষ্ণব রায়ের সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটি গঠন উপলক্ষে আগামী ১২ জুন রোজ শুক্রবার বেলা ১১টায় শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধবকুলতলা এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সম্মানীত সদস্যবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকা ও স্ব স্ব এলাকার ভক্তবৃন্দকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধবকুলতলার ধাম সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট পহল্লাদ চন্দ্র দেব




