সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লোভাছড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতেজেলার কানাইঘাট উপজেলার হাপার মুখ নামক ¯হানে লোভা নদী হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১০২ সিএফটি ভারতীয় সাদা গোল কাঠসহ ০১ টি ইঞ্জিন নৌকা আটক করে।উল্লে¬খ্য, চোরাকারবারীরা ইঞ্জিন নৌকায় ভারত থেকে অবৈধভাবে কাঠ নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ ও ইঞ্জিন নৌকা ফেলে নদীতে ঝাপিয়ে পড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। চোরাকারবারীদের খোঁজে বের করে আটকের প্রচেষ্টায় সারাশীঅভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় সাদা গোল কাঠের সিজার মূল্য আনুমানিক ১,০২,০০০/- (একলক্ষ দুই হাজার) টাকা এবং ইঞ্জিন নৌকাসহ সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১,৭২,০০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে ।
সিলেট সীমান্তে ভারতীয় সাদা গোল কাঠসহ ইঞ্জিন নৌকা আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১২, ২০১৫ | ৭:৩৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »