সিলেটপোস্টরিপোর্ট:বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশের সকল সরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এইচএসটিটিআই, মাউশা, সকল শিক্ষা বোর্ড, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বানে স্ব স্ব প্রতিষ্ঠানে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিলেট এম সি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের জারুল তলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের অবহেলা করে জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ কোনভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবীগুলো মেনে নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকগণের দৃষ্ঠি আকর্ষণ এবং সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা।বিসিএস শিক্ষা সমিতি এমসি কলেজ ইউনিটের সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।কলেজ ইউনিটের সহ-সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জী।মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আক্তার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান নুরে ফারহানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হুমায়ুন কবির চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছালেহ আহমদ, পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. নেছাওর মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হুসেন চৌধুরী, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম, এমসি কলেজ বিসিএস ইউনিট সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, রসায়নের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমদ, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছয়ফুল ইসলাম জোয়ারদার, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মহীউদ্দিন মিয়া, সহকারী অধ্যাপক নাহিন ফাতেমা, বিসিএস কেন্দ্রীয় কমিটির সদস্য আবু মুসা তারেক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক রাহাত জাহান, প্রভাষক মাহবুবুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু নাসের খান, প্রভাষক শেখ তাসলিমা আক্তার রুবা, প্রভাষক নাজনীন সুলতানা, প্রভাষক মোহাম্মদ আব্দুল বাছিত, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আলাউদ্দিন খান, সহকারী অধ্যাপক কিরীটি পাল, সহকারী অধ্যাপক শংকর চক্রবর্তী, প্রভাষক প্রণব কুমার দাস, প্রভাষক মো. আলী হায়দার, প্রভাষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবীগুলো হলো বেতন ও চাকুরি কমিশনের প্রস্তাবিত রিপোর্টে পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল, পদোন্নতি বৈষম্য নিরসনে ব্যাচ ভিক্তিক পদোন্নতি, নবসৃষ্ট মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক পদসহ অন্যান্য সকল পদে শিক্ষা ক্যাডার থেকে পদায়ন, নায়েমের নিয়োগবিধি চুড়ান্ত না করে পরিচালক পদে অবৈধ পদোন্নতি বাতিল, নায়েমের ১৪২ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের উপর সন্ত্রাসী হামলার পক্ষপাতমূলক তদন্ত বাতিল সহ সারা দেশে পাবলিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের নিরাপক্তার দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এমসি কলেজে বিসিএস শিক্ষা সমিতির মানববন্ধন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৩:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »