সিলেট পোস্ট রিপোর্ট: গত কয়েক বছর ঈদ মানে বদিউল আলম খোকনের ছবি। তাই ঈদুল আযহাকে টার্গেট করে দ্রুতই ছবিটির কাজ এগিয়ে চলছে। ১৪ জুন থেকে শুটিং শুরু হয়ে শুটিং চলছে ঢাকার নানা লোকেশনে। টানা চলবে রমযানের শেষ সপ্তাহ পর্যন্ত।
পরিচালক বলেন, ‘আমরা চেষ্টা করছি একটি ভাল ছবি উপহার দেওয়ার। আশা করছি আমার অন্য ছবিগুলোর মত এটিও ব্লকবাস্টার হিট হবে।’
শাকিব খান, অপু বিশ্বাস ও কে ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে। এছাড়া আরও আছেন প্রবীর মিত্র, উজ্জ্বল, মিশা সওদাগর প্রমুখ।
ছবির পাঁচটি গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।