লামাকাজীতে দুর্ধর্ষ ডাকাতি : ৫লক্ষাধিক টাকার মালামাল লুট
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৫, ৬:০৯ অপরাহ্ণ
সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সদর উপজেলার লামাকাজী পূর্বপারে তালুকপাড়াতে লন্ডনীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল তালুকপাড়ার আব্দুল গনির ঘরে হামলা করে স্বর্নালংকার,নগদ টাকা, মোবাইলসেটসহ বিপুল পরিমান মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ীর গৃহকর্তা আব্দুল গনি জানান, রাত আনুমানিক ২টার সময় তাঁর ঘরের প্রধান দরজা ভেঙ্গে ১৫/২০জনের ডাকাতদল প্রবেশ করে। এসময় তারা তাকেসহ বৃদ্ধা মা ও স্ত্রীর গলায় দা লাগিয়ে ঘরের আলমিরার চাবি ছিনিয়ে নেয়। আলমিরায় রক্ষিত লক্ষাধিক নগদ টাকা, প্রাইজবন্ড, প্রায় ৬ভরি স্বর্ণালংকার, আইফোনসহসহ বিপুল পরিমান মালামাল লুট করে নেয়। গনি জানান, রাতে তাঁর ভাগ্নে রুবেল আহমেদ বাড়ীতে আসা মাত্রই তাকে আক্রমন করে বাথরুমে নিয়ে আটকে রাখে ডাকাতদল। তবে রুবেল মোবাইলের ম্যাসেজ এর মাধ্যমে পাশ্ববর্তী বাড়ীর লোকজনকে এই ঘটনা অবহিত করেন। মোবাইল ম্যাসেজ পেয়ে গ্রামের লোকজন আসামাত্র ডাকাতদল ককটেল বিস্ফোরণ করে লঞ্চের মাধ্যমে সুরমা নদী দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জালালাবাদ থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।




