সিলেটপোস্টরিপোর্ট:ছাত্রলীগ নেতাকর্র্মীদের বিরুদ্ধে এবার পাল্টা মিছিল দিয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন গ্রুপের নেতাকর্মীরা। আলী হোসেন বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুধবার রাত ১০টায় নগরীর মেডিকেল রোড এলাকায় মিছিল বের করে। মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আলী হোসেনের বিরুদ্ধে জামায়াত-শিবির সমর্থিত কতিপয় ছাত্রলীগ নামধারীদের অপপ্রচার চালাচ্ছেন। এটা কোনভাবে মেনে নেয়া যায় না। যদি আলী হোসেন বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করা হয় তা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।মিছিলে ৩, ৯, ১০নং ওয়ার্ড, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মেডিক্যাল ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।মিছিল-সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা জিহান আহমেদ, রাজু দেবনাথ, বাপ্পী আহমদ, কাওছার আহমদ, রায়হান, রুবেল আহমদ, অনিক, লোকমান, জিসান, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মুমিন আহমদ, মাসুম, বাবলু, পাপ্পু, রাশেদ, রাফি, মাসুদ, লিমন, দুলাল, কাশেম, জনি, তূর্য, মহানগর ছাত্রলীগ নেতা তানভীর হোসেন, অনিক খান, আব্দুল্লাহ, আমির আলম প্রমুখ।এর আগে বুধবার দুপুরে এই এলাকায় আলীর বিরুদ্ধে মিছিল-সমাবেশ করেছিল ছাত্রলীগের একাংশ।
পাল্টা মিছিল দিলো ছাত্রলীগের আলী হোসেন গ্রুপ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৫, ২০১৫ | ৩:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »