সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিশ্ববিদ্যলয়ের উপাচার্যের অপসরান দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের এই স্থান থেকে অপসারনের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীধের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ মিছিলের আয়োজন করে বলে অভিযোগ উঠেছে।মিছিলকারীদের দাবি আন্দোলনকারী শিক্ষককরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত করছেন। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অন্যান্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের প্রবেশে বাধা প্রদা করছেন। তাই আন্দোলনকারী শিক্ষকদের প্রশাসনিক ভবনের সামনে থেকে অপসারনের দাবি জানান মৌন মিছিলকারীরা।উল্লেখ্য, উপাচার্য আমিনুল হক ভূইয়ার অপসারন দাবিতে টানা চারদিন ধরে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বূদ্ধ শিক্ষকবৃন্দ। আজ অবস্থান কর্মসূচী থেকে তারা উপাচার্যের ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশ করেন। এছাড়া রোববার উপাচার্যের বাসভবন অভিমূখে পদযাত্রা কর্মসূচী ঘোষণা করেন।
শাবির আন্দোলনকারী শিক্ষকদের অপসারণের দাবিতে মিছিল!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৫, ২০১৫ | ৪:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »