নেত্রকোনবাসীর সাথে রয়েছে আমার আত্মীয়তার সম্পর্ক-বদর উদ্দিন আহমদ কামরান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫, ৯:৩৭ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বলেছেন, নেত্রকোনবাসীর সাথে রয়েছে আমার আত্মীয়তার সম্পর্ক। আমি সবসময় আপনাদের পাশে থেকেছি আগামীতেও সুখে দুঃখে সবসময় নেত্রকোনবাসীর বাসীর পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। শুক্রবার নেত্রকোনা জেলা সমিতি সিলেটের উদ্যোগে নগরীরর জেল রোডস্থ হোটেলে ডালাসের হল রুমে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান উপরের কথা বলেন।নেত্রকোনা জেলা সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তি যোদ্ধা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ ওয়ারেছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব ফরিদ উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিইজি ডঃ আক্কাছ উদ্দিন ভ’ইয়া, রাগিব রাবেয়া নাসিং কলেজের প্রিন্সিপাল ডঃ আনিছুর রহমান ফরাজী, ম.ম কলেজের আইন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জয়া রাণী , সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, ময়মনসিংহ সমিতির সভাপতি ডাঃ নজরুল ইসলাম ভুইয়া, ময়মনসিংহ সমিতির সাধারন সম্পাদক মোঃ তৌফিকুল আলম বাবল, ডাঃ ছফির উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা সমিতির উপদেষ্টা মোঃ মাহবুবুল হক, ইঞ্জিঃ মোঃ শহিদুল হক, এস.এম রকিব হাসান, সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে মিজানুর রহমান, মোঃ মোরশেদুজ্জামান, মোঃ ফয়জুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এড. মোঃ শহীদুল্লাহ তালুকদার, শাবিপ্রবির শাখার সভাপতি মোঃ মাসুম , নেত্রকোনা চাত্রকল্যাণ সমিতি এমসি কলেজ শাখার সভাপতি মোঃ মাসুম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওঃ আঃ কাদের, স্বাগত বক্তব্য রাখেন, ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আ মামুন, দোয়া পরিচালানা করেন ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মোঃ রইচ উদ্দিন। ইফতার মাহফিল অনুষ্ঠানটি সিলেটস্থ নেত্রকোনা জেলা সমিতির মিলন মেলায় পরিনত হয়। ইফতার মাহফিল হল রুমে তিল ধারনের স্থান ছিল না। সদস্যদের উপস্থিতিতে ছিল ভরপুর।