কোম্পানীগঞ্জ থেকে ভারতীয় নাসির বিড়ি চালান আটক

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৫, ৫:০৪ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাসির বিড়ির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার সীমান্তের কালাইরাগ এলাকায় এ অভিযানে ভারতীয় ২৬ হাজার ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়।রবিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি’র বিজিবি’র সদস্যরা রোববার সকাল সাড়ে ৯টায় বরম সিদ্দিকপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বরম সিদ্দিকপুর এলাকার থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৬ হাজার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে। জব্দকৃত বিড়ির সিজার মূল্য ২৬ হাজার টাকা।অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি’র হাবিলদার নজরুল ইসলাম।