সিলেটপোস্টরিপোর্ট:সিলেট শহরতলীর শাহপরাণ সেতু এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। ছিনতাইর প্রস্তুতিকালে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।আটককৃতরা হলেন- আটককৃতরা হলেন- শিবগঞ্জ সোনারপাড়া ৩৫৮ নং বাসার লায়েক আহমদ (৩৫), সোনারপাড়ার সোহেল আহমদ (২৬), বিমানবন্দর থানার কোনাটিলার সবুজ ইসলাম (২০) ও কোম্পানীগঞ্জ উপজেলার গাজঘর গ্রামের রিপন মিয়া (২০)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।সূত্র জানায়- এই চার ছিনতাইকারীদের ধরতে র্যাব ফাঁদ পাতে। একটি গাড়ির নাম্বার দিয়ে সোর্স মারফত তাদেরকে জানানো হয় ওই গাড়ি দিয়ে বড় অংকের টাকা পরিবহন করা হচ্ছে। শাহপরাণ সেতুর টোল প্লাজা এলাকায় আসার পর ছিনতাইকারীরা গাড়ির গতিরোধের চেষ্টা করলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা র্যাব সদস্যরা ছিনতাইকারীদের ঝাপটে ধরেন।চার ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
র্যাবের ফাঁদে ধরা পড়ল চার ছিনতাইকারী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ১, ২০১৫ | ৫:০২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »