সিলেটপোস্টরিপোর্ট:পাবনা শহরে দেশী অস্ত্র ও মাদকদ্রব্যসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, শহরের শালগাড়িয়া মহল্লার মোকলেছুর রহমানের ছেলে রনি হোসেন(১৯) ও তার ভাবী ববি হোসেনের স্ত্রী রিনি খাতুন(২৬)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত এগারোটার দিকে শহরের শালগাড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ববি হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদক ব্যবসায়ী ববি পালিয়ে গেলেও তার স্ত্রী রিনি খাতুন ও ছোট ভাই রনি হোসেনকে আটক করা হয়। এসময় সেখান থেকে ১৫টি গুলি, ২টি কার্তুজ, ৫টি দেশী ধারালো অস্ত্র, ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেন্সিডিল, ৬টি মোবাইল সেট ও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে বুধবার আটককৃতদের জেলহাজতে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পাবনায় অস্ত্র-মাদকসহ দেবর-ভাবি আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৮, ২০১৫ | ৩:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »