পিয়াইন নদীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ ৪ দিন পর উদ্ধার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫, ৮:১৯ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে এলাকায় সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ দুই কলেজ ছাত্রের লাশ ৪ দিন পর উদ্ধার করা হয়েছে । গত বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় লোকজন ও দমকল বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে আসছিলো। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দুরবর্তী স্থানে পিয়াইন নদীর জাফলং চা বাগান এলাকা থেকে আব্দুল্লাহ অন্তরের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জনতা। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন এসে সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এর একদিন পর শনিবার দুপুরে বল্লাঘাটের জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দুরবর্তী স্থানে গোয়াইন নদীর বেকরার খাল নামক স্থানে স্থানীয় জনতা একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহত সোহাগ ঘোষের স্বজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সনাক্ত এবং উদ্ধার করেন।গোয়াইনঘাটের ওসি মোঃ এম এ হাই নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।উল্লেখ্য, ঈদ আনন্দ ভ্রমণে ঢাকা থেকে ছয় বন্ধু মিলে পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসে। গত বুধবার বিকেলে ছয় বন্ধু মিলে এক সাথে বল্লাঘাটের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। এসময় ¯্রােতের টানে আব্দুলাহ অন্তর (১৮) ও সোহাগ ঘোষ (১৭) তলিয়ে যায়। তার দুজনই ঢাকা কবি নজরুল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও ওয়ারী ৮৪ বনগ্রাম এলাকার বাসিন্দা।