সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে শিশু সামিউল আলম রাজন রাজন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিহত রাজনের বাড়ীর সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে কয়েকটি গ্রামের অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই সহস্রাধিক শিশু-কিশোর ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।বক্তারা রাজন হত্যাকান্ডে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত ৮ জুলাই শিশু রাজনকে অমানুষিক নির্যাতনের পর হত্যা করা হয় নির্যাতনের সে দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে দেশব্যাপি তোলপাড় সৃষ্টি হয়।
রাজন হত্যাকান্ড : খুনীদের শাস্তির দাবিতে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৪:২৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »