সিলেটপোস্টরিপোর্ট:সিলেট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এহিয়া রেজা চৌধুরী আর নেই।মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন(ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আজ বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।এদিকে, তাঁর মৃত্যু সংবাদ শুনে সাংবাদিক, ক্রীড়ামোদী এবং বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কালিঘাটস্থ বাসভবনে ভিড় জমান।পারিবারিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন এহিয়া রেজা চৌধুরী। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
এহিয়া রেজা চৌধুরী আর নেই, বাদ আছর জানাজা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৪:৪৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »