সিলেটপোস্টরিপোর্ট:বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নিরাপদ মাতৃত্বে যে তিনটি দেরী গুরুত্বপূর্ণ বাধা হিসাবে চিহ্নিত হয় তা- সেবা গ্রহণের সিদ্ধান্ত নিতে দেরী, চিকিৎসা কেন্দ্রে যেতে দেরী, সঠিক চিকিসা পেতে দেরী। এর মধ্যে দ্বিতীয় বাধাটি প্রয়োজনীয় মুহুর্তে অর্থের সংস্থানের মাধ্যমে দূর করা অনেকাংশেই সম্ভব। গর্ভবতী মা প্রতিদিন অল্প অল্প করে অর্থ সঞ্চয় করলে প্রসবকালীন প্রয়োজনে এই সঞ্চয় মা ও নবজাতকের জীবন রক্ষা করতে পারে। মায়ের ব্যাংক নারীর ক্ষমতায়নের প্রতীক। সূর্যের হাসি ক্লিনিক গর্ভবতী মায়েদের প্রথম ভিজিটের সময় মায়ের ব্যাংকে টাকা জমাতে উৎসাহিত করে। গর্ভবতী মায়ের প্রথম ভিজিটে প্রসব পরিকল্প গ্রহণ করা হয়। প্রসব পরিকল্পনা বলতে বোঝায়, একজন গর্ভবতী মা এর গর্ভধারণ ও প্রসবকালীন যে বিশেষ সেবা ও সহায়তার প্রয়োজন (যেমন- প্রয়োজনীয় অর্থ জমানো, স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা, রক্তের গ্রুপ জানা ও রক্তদাতা নির্বাচন করে রাখা, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ সেবাদানকারীর তথ্য জানা ইত্যাদি)। সে বিষয়ে তথ্য ও পরামর্শ দিয়ে মাকে স্বাবলম্বী করে তোলা, যাতে মা তার নিয়মিত প্রয়োজনীয় সেবাগ্রহণ ও জরুরী অবস্থা মোকাবেলা করে নিজেকে এবং নবজাতককে বাঁচিয়ে রাখার ব্যাপারে স্বাবলম্বী হয়। মায়ের ব্যাংক গর্ভবতী মায়ের জন্য গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী জরুরী সেবা গ্রহণের সহায়ক হিসেবে কাজ করে। একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে এক্লাম্পসিয়া ও রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিলে চিকিৎসার জন্য জরুরীভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে চিকিৎসা ও পরিবহন খরচ বাবদ তাৎক্ষনিক ভাবে টাকার প্রয়োজন। হাসপাতালে বা বাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সেবাদানকারীর হাতে প্রসব সেবা পাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় বা প্রসব পরবর্তী ৩ দিন বিভিন্ন জটিলতার কারণে মা ও শিশুর মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাকে দ্রুত হাসপাতালে নিতে হয় এবং তাৎক্ষনিক চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় যা মায়ের ব্যাংক এ জমানো টাকা দিয়ে হতে পারে। মায়ের ব্যাংক এর জমানো টাকা মায়ের হাতে থাকার কারণে জরুরী ভিত্তিতে মা তার নিজের স্বাস্থসেবা নিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে যা গর্ভবতী মায়ের ক্ষমতায়নের প্রতীক মনে করা হয়। শনিবার সকালে ক্লিনিকে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লিনিক ম্যানেজার মোঃ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সার্ভিস প্রমোটর আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা কাওছার আহমদ সেপুল, সমাজসেবী বাবুল আহমদ, মোগলাবাজার প্রসপার কোচিং সেন্টারের পরিচালক রুমেল আহমদ ও ফয়েজ আহমদ, প্যারামেডিক রুমণ ব্যানার্জী, মিনাক্ষি রায়, সার্ভিস প্রমোটর রোকসানা আক্তার, কাউন্সিলর শান্তনা রাণী নাথ, প্রশাসনিক সহকারী আলমগীর হোসেন প্রমুখ।
মায়ের ব্যাংকে জমানো অর্থ নারীর ক্ষমতায়নে ভ’মিকা রাখছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৬:২০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »