সিলেটপোস্টরিপোর্ট:গর্ভবতী মার প্রসবের ৩দিন পর্যন্ত মা ও শিশুর মৃত্যু ঝুকি বেশি থাকে। তাদের মৃত্যু ঝুঁকি কমানোর জন্য সূর্যের হাসি ক্লিনিক ৩দিনের পাহারা কার্যক্রম পরিচালনা করে। তিনদিনের পাহারার কারণ হল- প্রসবজনিত জটিলতার কারণে প্রসবের সময় থেকে ৩দিন সময়কালে মা ও নবজাতকের মৃত্যুহার সবচাইতে বেশি। মা-কে পাহারার মাধ্যমে জটিলতা নিরুপন করে জরুরী ভিত্তিতে সেবার ব্যবস্থা নিলে মা ও শিশুকে বাঁচানো সম্ভব হয়। নবজাতকের অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে গর্ভবতী ও প্রসূতী মা ও তাদের পরিবারের সদস্যদের জরুরী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদানের জন্য সূর্যের হাসি ক্লিনিক এবং কমিউনিটি পর্যায়ে সেবাপ্রদানকারীদের জন্য এনএইচএসডিপি একটি বিশেষ চেকলিষ্ট প্রণয়ন করেছে। এই চেকলিষ্টের ৪টি পরামর্শ হচ্ছে ১। নবজাতককে উষ্ণ রাখার জন্য জন্মের পর পর শিশুকে মায়ের ত্বকে ত্বক স্পর্শ পরিচর্চায় রাখা ও শিশুকে পর্যাপ্ত পোষাক, কাপড় দিয়ে জড়িয়ে রাখা ২। জন্মের ১ ঘন্টার মধ্যেই নবজাতককে মায়ের দুধ খাওয়ানো শুরু করা। ৩। নবজাতকের ৩ দিনের মধ্যে গোসল না করানো ৪। নবজাতকের নাভী কাটার পর শুধু মাত্র একবার ৭.১% ক্লোরোহেক্সিডিন প্রয়োগ করা ও পরবর্তীতে নাভী শুষ্ক রাখা।সূর্যের হাসি ক্লিনিক বালাগঞ্জ শাখার উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ক্লিনিক ম্যানেজার মোঃ ফজলু মিয়ার সভাপতিত্বে ও প্রশাসনিক সহকারী তাজেল আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাজপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া। বক্তব্য দেন প্যারামেডিক সীমা মজুমদার, বেলা রাণী নাথ, ক্যামেলী দত্ত, সার্ভিস প্রমোটর ফারুক আহমদ, শিখা রাণী মজুমদার, শাহজাহান মিয়া প্রমুখ। এদিকে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় উপজেলার শ্রেষ্ঠ এনজিও সীমান্তিকের পুরস্কার গ্রহণ করেন ক্লিনিক ম্যানেজার মো: ফজলু মিয়া।
সূর্যের হাসি ক্লিনিকের তিন দিনের পাহারা মৃত্যুহার রোধে ভ’মিকা রাখছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৬:৩৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »