সিলেটপোস্ট রিপোর্ট: মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে কাল বৃহস্পতিবার ফিরছেন আরো ১৫৯ বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।
কক্সবাজার বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার থেকে কাল ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হবে।
পতাকা বৈঠকের জন্য সকাল সাড়ে ১০টায় মিয়ানমার যাবে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল। এরপর বৈঠকের মাধ্যমে বেলা ৩টার মধ্যে তাদের বাংলাদেশে ফেরত আনা হবে। তারপর ঘুমধুম হাইস্কুলে রেখে কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, চতুর্থ দফায় মিয়ানমার থেকে কাল ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত এনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে।
তাদের খাবার ও চিকিৎসাসেবা দেবে আইওএম ও ইউএনএইচসিআর। পরে তথ্য সংগ্রহের পর পুলিশ যখন নিজ জিম্মায় ছেড়ে দেবে, তখন আইওএমর সহায়তায় তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরো জানান, ১৫৯ জন বাংলাদেশির মধ্যে নরসিংদীর ৮০ জন, নারায়ণগঞ্জ ১২, কিশোরগঞ্জ ১৩, চট্টগ্রাম ১৮, ফরিদপুর ১২, হবিগঞ্জ ১৭, নওগাঁ ২, নাটোর ১, শরীয়তপুর ৩ ও বরিশালের ১ জন বাসিন্দা রয়েছেন। এ ছাড়াও ১৫৯ বাংলাদেশির মধ্যে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং দ্বিতীয় দফায় ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। তৃতীয় দফায় ১৫৫ জনকে ২২ জুলাই ফেরত আনা হয়।