সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলছে ৪ অক্টোবর

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ৩:৫৭ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:ঈদের ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) খুলবে আগামি ৪ অক্টোবর।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর থেকে সিকৃবিতে ছুটি শুরু হয় এবং ১ অক্টোবর পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে ১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত থাকলেও ২ ও ৩ অক্টোবর সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আগামি ৪ অক্টোবর রোববার থেকে শুরু হবে।আবাসিক হল গুলো ১অক্টোবর (বৃহস্পতিবার) থেকে খুলে দেয়া হবে। এদিকে বিভিন্ন অনুষদের টার্ম ও ফাইনাল পরীক্ষা খোলার সাথে সাথে শুরু হওয়ার কারনে শিক্ষার্থিরা হলে ফিরতে শুরু করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও পুলিশ সদস্যদের বেশ সক্রিয় দেখা যায়