সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে বিদেশ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতকারী এক প্রতারককে সহযোগীসহ আটক করেছে র্যাব। রোববার বিকেলে র্যাব-৯এর একটি অপারেশন টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সিলেটের বিয়ানীবাজার থানার উজানঢাকি গ্রামের মৃত আব্দুল গণি সোয়াইব এর পুত্র জুনেদ গণি লাদেন (৩৬) ও গোলাপগঞ্জ থানার রনকেলী নয়াগ্রামের মৃত মাসুক আলীর পুত্র শাপলু আহমদ(২৪)।
জানা গেছে, জুনেদ গণি লাদেন বিদেশ পাঠানোর নামে প্রতারনা করে প্রায় অর্ধশত লোকের কাছ থেকে কোটি টাকারও বেশী আত্মসাত করে। গোলাপগঞ্জ থানার রনকেলী উত্তর-এর পরিবেশবাদী আব্দুল লতিফ সরকারের মাধ্যমে একটি পরিবারের সাড়ে ১৪লাখ টাকা আত্মসাত করে সে। এ ঘটনায় আব্দুল লতিফ সরকার পুলিশে অভিযোগ দিলেও টাকা উদ্ধারে ব্যর্থ হন। প্রতারক জুনেদ গণির কারনে অনেক লোক রাস্তায় বসেছেন। টাকা আত্মসাতের পাশপাশি গাড়ি চুরিসহ অন্যান্য অপকর্মেও সে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগের অনতঃ নেই। কোটি টাকা আত্মসাত করে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে চলছিল সে। অবশেষে রোববার বিকেল র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। তাকে গোলাপগঞ্জ থানায় দেয়া হলে সোমবার তাকে গাড়িচুরির মামরায় আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয় । প্রতারক জুনেদ গণি গ্রেফতার হওয়ায় এলাকার জনমনে স্বস্তি ফিরে আসে। প্রতারিত রোকজন তার বিরুদ্ধে পৃথক মামলার প্রস্ততি নিয়েছেন বলে জানা গেছে।