সিলেট পোস্ট ডেস্ক : সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবির নতুন গান ‘পিঙ্গা’র ভিডিও মুক্তি পেয়েছে। এতে একসঙ্গে নেচেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোণ। তাদের এই নাচ মনে করিয়ে দিচ্ছে একই পরিচালকের ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’ গানটি। ঐ গানটিতে একসঙ্গে নেচেছিলেন মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রায় বচ্চন।
‘পিঙ্গা’ গানে মারাঠি মেয়েদের পোশাক ও সাজগোজে দেখা গেছে দুই বলিউড সুন্দরীকে। নৃত্য পরিচালনা করেছেন রেমো ডি’সুজা। মুম্বাইয়ে বিশাল সেটে টানা ১০ দিন ধরে এর শুটিং হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও বৈশালি মাড়ে। কথা লিখেছেন সিদ্ধার্থ-গরিমা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বানসালি নিজেই।
‘বাজিরাও মাস্তানি’তে মারাঠা নেতা পেশওয়ার বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। মাস্তানির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। আর বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশিবাঈ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। আগামী ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। সূত্র: ডিএনএ।