আজ রাতে ফাঁসি হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৫, ১২:৩২ পূর্বাহ্ণ সিলেটপোস্টরিপোর্ট:মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় আজ বৃহস্পতিবার রাতে কার্যকর করা হচ্ছে না। তবে দণ্ড কার্যকরের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রাত নয়টার দিকে এতথ্য জানান।তিনি বলেন, ‘আইনগত বিষয় যাচাই-বাছাই করেই রায় কার্যকর করা হবে। সে অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ফাঁসি কার্যকর হচ্ছে না।