সিলেটপোস্ট ডেস্ক : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে আইনি মতামত প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এতথ্য জানান। তিনি বলেন, বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন পেয়েছি। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে মতামত প্রস্তুতির কাজ শুরু হয়েছে। আজ রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত পাঠানো হবে। ।
আইনমন্ত্রী আনিসুল হকও খবরটি নিশ্চিত করে জানান, আবেদন দুটি হাতে পেলে তা আজই সিদ্ধান্ত নেবার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত যানতে সকালেই দুজন ম্যাজিস্ট্রেট কারাগারে যান।
এদিকে মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর গণমাধ্যমকে বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর আসছে সেটি সঠিক নয়।তিনি আরো বলেন, তারা যখন তার বাবার সঙ্গে দেখা করেছেন তখন তিনি জানিয়েছিলেন যে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।
এদিকে সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরটিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা আইনজীবীর মাধ্যমে দুদিন ধরে সালাউদ্দীন কাদের সঙ্গে দেখা করতে চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন।
সালাউদ্দীন কাদের সাঙ্গে দেখা করা গেলে এ বিষয়ক বিভ্রান্তি দূর হতো বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই দুই মন্ত্রীর আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তির পর তাদের শেষ সুযোগ দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে রাষ্ট্রপতির কাছে দেয়া হবে কি না তা জানতে চাইলে সচিব জহিরুল হক বলেন, মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো। তারা এটি কি করবে সেবিষয়ে আমি বলতে পারবো না।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২১.১১.২০১৫