সিলেটপোস্টরিপোর্ট:সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী বলেছেন দক্ষিন সুরমাসহ এই অঞ্চলে ঘরে ঘরে শিক্ষিত নারী তৈরির লক্ষ্যে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে এই কলেজে প্রায় দেড় হাজার ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহন করছে। আর তাতে এটাই প্রমানিত হয় যে, পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এই অঞ্চলের নারীরা সম্মুখ পানে এগিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই। তিনি কলেজটির ডিগ্রী পর্ষদ এমপিও ভূক্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন। শনিবার দক্ষিন সুরমায় লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় কলেজের প্রিন্সিপাল আমিরুল আলম খান সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে শফি আহমদ চৌধুরী তার নির্বাচনী এলাকা বালাগঞ্জের একাংশ দেওয়ান বাজার ইউনিয়ন, দক্ষিন সুরমার জালাল পুর ও সিলাম এবং মোগলা বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি বিএনপির সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আলী আহমদ এবং দক্ষিন সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বিএনপি নেতা কর্মীদের উপর দমনপীড়ন বন্ধ করতে সরকারের প্রতি আহব্বান জানান।
দক্ষিন সুরমায় মত বিনিময় সভায় ঘরে ঘরে শিক্ষিত নারী তৈরি করতে হবে : শফি আহমদ চৌধুরী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২১, ২০১৫ | ৯:০০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »