মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫, ৯:০০ পূর্বাহ্ণ
সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মৌলভীবাজার রোডস্থ ১নং পুল এবি ব্যাংক এর সামনে ঘটনাটি ঘটে । এতে ১ জন মারা যান।নিহতের নাম মো: ছাত্তার মিয়া (৮০)। সে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত তপাজ্জল আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, শ্রীমঙ্গল শহর অভিমুখে আসা টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সা কে অভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। আহত ছত্তার মিয়াকে প্রথমে শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক হওয়ায় ডাক্তাররা সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে যাওয়ার পথে ছত্তার মিয়া মারা যান।




