সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ৭ বছরের দন্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেছে। আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।শামীম ওই মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কামরুল ইসলামের ছোট ভাই ও সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শামীম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানায়। আদালতের বিচারক তার জামিন আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন রাজনের বাবার নিযুক্তিয় আইনজীবী মসরুর আহমদ চৌধুরী শওকত।প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাজন হত্যা মামলার রায় ঘোষিত হয়। ওই মামলায় ৪ জরে ফাঁসি, একজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের কারাদন্ড, ২ জনের একবছরের কারাদন্ড ও ৩ জনকে খালাস প্রদান করা হয়।ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত আবদুুল মালেকের ছেলে সৌদি প্রবাসী কামরুল ইসলাম, একই গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল, পীরপুর গ্রামের মৃত মব উল্লাহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার, সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল্লাহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু। এর মধ্যে পাভেল পলাতক রয়েছে। বাকিরা কারান্তরিণ।
রাজন হত্যা: কামরুলের ভাই শামীমের আত্মসমর্পন, কারাগারে প্রেরণ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৩:১০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »